Imatges de pàgina
PDF
EPUB

শতবর্ষ।

অর্থাৎ

মোগল কর্তৃক বঙ্গবিজয় হইতে শিবজীর মৃত্যু পর্য্যন্ত
এক শত বৎসরের ঘটনা সম্বন্ধীয়
উপন্যাস চতুষ্টয় ৷

“বঙ্গবিজেতা” “ জীবনসন্ধ্যা” “ মাধবীকঙ্কণ” “ জীবনপ্রভাত” ।

শ্রী রমেশচন্দ্র দত্ত প্রণীত ।

কলিকাতা ৷

ঐঈশ্বরচন্দ্র বসু কোংর বহুবাজারস্থ ২৪৯ সংখ্যক ভবনে

ষ্ট্যান্‌হোপ্ যন্ত্রে মুদ্রিত ও প্রকাশিত |

সন ১২৮৬ সাল ৷

[blocks in formation]

১৫৮০ খৃঃ অব্দে টোডরমল্ল কর্তৃক বঙ্গবিজয় হইতে ১৬৮০ খৃঃ অব্দে শিবজীর মৃত্যু পর্যন্ত একশত বৎসর অতিবাহিত হইয়াছিল, এই একশত বৎসরের মধ্যেই ভারতবর্ষে মোগলক্ষমতা পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়াছিল। এই সময়ে ভারতবাসিদিগের জাতীয় জীবন ও উদ্যম ও কার্য্য পরম্পরা সম্যকরূপে পাঠকের হৃদয়ঙ্গম করা লেখকের প্রধান উদ্দেশ্য। উপরিউক্ত শতবর্ষের মধ্যে আকবর ও জেহাঙ্গীর, শাহজেহান ও আরংজীব এই সম্রাট চতুষ্টয়ের শাসনকাল এই উপন্যাসচতুষ্টয়ে যথাক্রমে বর্ণিত হইয়াছে ।

পঞ্চাশৎ বৎসর পূর্ব্বে বঙ্গবাসিগণ বঙ্গদেশ মাত্র আপনাদিগের দেশ বলিয়া মনে করিতেন; অর্ধশতাব্দির সুশিক্ষা ও অন্যান্য ঘটনাবশতঃ অদ্য তদপেক্ষা উদার মতের আবির্ভাব হইয়াছে । অধুনা সুশিক্ষিত বঙ্গবাসী মাত্রই সমগ্র ভারতবর্ষকে স্বদেশ বলিয়া জ্ঞান করেন, মহারাষ্ট্রীয় ও রাজপুত, উত্তরপশ্চিমবাসী ও শিখ সকলকেই স্বদেশী ও ভ্রাতস্বিরূপ জ্ঞান করেন। ভারতের অসংখ্য লোকের মধ্যে দিনে দিনে সৌহৃদ্য ও নিকট সম্বন্ধ বৃদ্ধি পাইতেছে, দিনে দিনে ভারতবাসিগণ এক জাতি হইতেছে। লেখকের অল্প ক্ষমতার যতদূর সাধ্য, এই উদার বিশ্বাস সমর্থন করিবার চেষ্টা করা হইয়াছে । এই উপন্যাসোল্লিখিত ব্যক্তিগণ বঙ্গক্ষেত্র অতিক্রম করিয়া ভ্রমণ করিয়াছেন, সমস্ত ভারতক্ষেত্র লেখকের কল্পনাবিচরিত ভূমি বঙ্গদেশ ও রাজস্থান, উত্তর, পশ্চিম ও মহারাষ্ট্র এই প্রদেশচতুষ্টয় অবলম্বন করিয়া এই উপন্যাসচতুষ্টয় যথাক্রমে রচিত হইয়াছে।

উপরি উক্ত শত বৎসরের মধ্যে প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনাগুলি,—অর্থাৎ মোগল ক্ষমতার উন্নতি ও রাজপুতদিগের অবনতি, পরে মোগলক্ষমতার অবনতি ও মহারাষ্ট্রদিগের উন্নতি,—এই পুস্তকে বৰ্ণিত হইয়াছে । এই ঘটনাবলিতে যে যে মহল্লোক লিপ্ত ছিলেন, তাঁহাদিগেরও যথাস্থানে উল্লেখ আছে। টোডরমল্ল, মানসিংহ, প্রতাপসিংহ, জয়সিংহ, জগৎসিংহ ও শিবজী প্রভৃতি প্রাতঃস্বরণীয় হিন্দু বীরগণ এই শত বৎসরের মধ্যে আপন আপন

[ocr errors]

(do)

শিবজীর মৃত্যু হইতে দুই শতাব্দি অতিবাহিত হইয়াছে ;—এতদিনের পূর্ব্বের কথা বর্ণনা করিতে স্থানে স্থানে ভুল হয় নাই, এরূপ আশা করি না। তবে যতদূর সাধ্য ইতিহাস আদর্শ করিয়া ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের প্রকৃত বর্ণনায় যত্নবান হইয়াছি । ছয় বৎসরের পরিশ্রমের ফল অদ্য পাঠক-হস্তে অর্পণ করিলাম ।

কায়া ৷ ১৩ই আগষ্ট ১৮৭৯ ।

}

শ্রী রমেশচন্দ্র দত্ত ৷

NDIAN

INSTITU

বঙ্গবিজেতা।

« AnteriorContinua »